“আমার এসিল্যান্ড আমার পাশে, প্রতারিত হবো না আর কারো কাছে” এই প্রতিপাদ্যকে ধারণ করে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌছে দেওয়ার লক্ষে গ্রাম বৈঠক করেছেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হামিদুর রহমান। ভূমিখাতে জনভোগান্তি হ্রাস, স্বচ্ছতা, জবাবদিহিতাসহ, সব ধরণের ভূমি সেবা সহজীকরণে গত শনিবার উপজেলার বায়রা ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠান হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি সেবাগ্রহীতা, গণমাধ্যমকর্মী ও নানা পেশার মানুষ অংশ নেন।
স্থানীয় বায়রা ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটুর সভাপতিত্বে জনসচেতনতা ও জবাবদিহিতামুলক অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা সহকারি কমিশানার (ভূমি) হামিদুর রহমান। তিনি বলেন, ভূমিখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দালালদের হয়রানি বন্ধ ও ভূমিসেবা জনগণের দোঁড়গড়ায় পৌছে দেওয়ার লক্ষে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ভূমিখাতে অনিয়ম রোধ করতে চাই। আমরা চাই ভূমি খাতে সেবা নিতে আসা জনগণ যেন তাদের প্রাপ্য সেবাটুকু পায়। এজন্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, ভূমি সেবাখাত আধুনিকায়ন করা হয়েছে। এখন ভূমিসেবা অনলাইনে দেওয়া হচ্ছে। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, সেবা নিতে আসা কেউ যদি কোনো হয়রানির মুখোমুখি হন, তাহলে আমাকে অবগত করবেন। আমি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো।
এসময় উপস্থিত অনেকেই ভূমি বিষয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। সহকারি কমিশনার (ভূমি) হামিদুর রহমান তাঁদের সমস্যা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনেন ও তা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে ভূমিখাতের বিরাজমান সমস্যা, ভোগান্তি হ্রাস ও ভূমিসেবা সহজীকরণের নানা দিক নিয়ে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশনেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সালেকুল ইসলাম, হযরত আলী, নাজির কাম কোষাধক্ষ সাইফুল ইসলাম, বায়রা ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা শাহাবুদ্দিন ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি গিয়াস উদ্দিন প্রমুখ। ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটু ভূমি অফিসের কাজকর্মে স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠা ও ভূমি সেবা সহজীকরণে গণসচেতনতামূলক ব্যতিক্রমধর্মী এমন উদ্যোগকে স্বাগত জানান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হামিদুর রহমানের ভূয়োসী প্রশংসা করেন। তিনি বলেন, এ উদ্যোগটি একটি সময়োপযোগী ভাল উদ্যোগ। এখন জনগণ ভূমিসেবা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। সেবা পেতেও সহজ হবে।
প্রতিবেদকঃ ইফতেখার হোসাইন চৌধুরী