সিদ্ধিরগঞ্জে পতিতাবৃত্তির অভিযোগে আটক ৬

0
সিদ্ধিরগঞ্জে পতিতাবৃত্তির অভিযোগে আটক ৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পতিতাবৃত্তির অভিযোগে ছয়জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার দুপুরে তাদের হীরাঝিল এলাকার সালেহা আক্তার মনির বাসা থেকে আটক করে পুলিশ। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাছিব হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

আটকরা হলেন-মারুফ (৪০), নূপুর (২৮), তৃষ্ণা (২৫), কেয়া (২১), শ্রাবন্তী (২২) ও জাহাঙ্গীর আলম (৪৮)।

মামলা সূত্রে জানা যায়, আটক আসামিরা বাসা ভাড়া নিয়ে হীরাঝিল এলাকার ১৩ নম্বর গলিতে পতিতাবৃত্তি করতেন। দীর্ঘদিন ধরে তারা ওই পতিতালয় পরিচালনা করে আসছিলেন। ওই চার নারীকে সহযোগিতা করতেন মারুফ ও জাহাঙ্গীর।