সিলেট বিমানবন্দর থেকে ৭ কেজি সোনা জব্দ

0
সোনা

মো. কারিমুল ইসলাম নামের এক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত সাত কেজি ওজনের ৬০টি স্বর্ণের বার জব্দ করেছেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা।

৩ জানুয়ারি বুধবার সিলেট বিমানবন্দর কাস্টমস ও বিমানের কেবিন ক্রুদের সহযোগিতায় স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক করেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) মইনুল ইসলা্ম এ সব তথ্য জানিয়েছেন।

সোনা
তিনি আরো জানান, জব্দকৃত ৬০টি স্বর্ণের বারের মোট ওজন প্রায় ৭ কেজি। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। কারিমুল ইসলাম বিমানের একজন সহকারী মেকানিক। তিনি ২০১৫ সাল থেকে সিলেট বিমানবন্দরে কর্মরত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল ৪টা ৫০ মিনিটে দুবাইয়ের এফজেড ফাইভ নাইন ফাইভ ফ্লাইটটি দুবাই টু সিলেট অবতরণ করে। বিমানটিতে অবৈধ স্বর্ণ আসছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল বিশেষ নজরদারি করতে থাকেন৷ বিমানের ফ্লাইটটি অবতরণের পরপর কারিমুল ইসলাম ভেতরে পরিষ্কার করার সময় স্বর্ণের বারগুলো বিমানের সিট থেকে তুলে নিজের প্যান্টে লুকিয়ে ফেলেন। শুল্ক গোয়েন্দারা সেসময় তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে শুল্ক আইনে গ্রেফতার করা হয়।

কারিমুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বর্ণ চোরাচালানে সহায়তার জন্য তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে