ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দিনাজপুর সদর উপজেলার সীমান্ত এলাকায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কমলপুর ইউনিয়নের আটোর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- মোজাফ্ফর হোসেন। তিনি ওই এলাকার মৃত তাহের আলীর ছেলে।
২৯ বিজিবির অধিনায়ক (সিও) লে. কর্নেল মো. খন্দকার সাইফুল আলম নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।