সূর্য্যের কাছাকাছি স্যাটেলাইট পাঠাচ্ছে নাসা

0
সূর্য্যের কাছাকাছি স্যাটেলাইট পাঠাচ্ছে নাসা

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রথমবাবের মতো সূর্যের কাছাকাছি স্যাটেলাইট পাঠানোর মিশন শুরু করতে যাচ্ছে।

স্যাটেলাইটি আজ শনিবার পাঠানোর কথা ছিলো ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল থেকে। কিন্তু উৎক্ষেপনের শেষ মিনিটে এসে হঠাৎ করেই সেটা আরো ২৪ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়।

আগামীকাল রবিবার সকালে এটি মহাশূন্যে যাত্রা করবে বলে জানা গেছে। বৃহদাকৃতির ডেলটা-আইভি রকেটে করে তা পাঠানো হবে। এই অভিযানে সফল হলে নাসা অনেকটাই বিস্ময়কর কাজ করে ফেলবে।

তথ্য সূত্রে জানা গেছে, রকেটটি উৎক্ষেপনের চূড়ান্ত কাজ শেষ করার পর কাউন্টডাউনের ঘড়িতে সমস্যা দেখা দেয়। হুট করেই বেজে ওঠে অ্যালার্ম। ফলে উৎক্ষেপনের প্রথম চেষ্টা ভেস্তে যায়।

মহাকাশে সূর্যের রহস্য উন্মোচন করার এই অভিযানে ব্যবহৃত স্যাটেলাইটটি এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ্য করতে সক্ষম।