মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালী শহরের বনানী এলাকায় পুলিশের অভিযানকালে আলামত নষ্ট করতে ইয়াবা গিলে ফেলা কাইয়ুম খানের (৪০) পেট থেকে ইয়াবা বের করা হয়েছে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে তার পেট থেকে ইয়াবা বের করা হয়।
পটুয়াখালী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লিমন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, ছয় মাস আগে শহরের নতুন বাজারের একটি আবাসিক হোটেল থেকে ইয়াবা কারবারি একটি গ্রুপের সঙ্গে কাইয়ুম খানকে ৬৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছিল। সোমবার তাকে ইয়াবাসহ আবারও আটক করতে গেলে সে পলিথিনে মোড়ানো ইয়াবার একটি প্যাকেট খেয়ে ফেলে।
পুলিশ দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার পেট এক্স-রে করে ইয়াবার উপস্থিতি নিশ্চিত করেন। এরপর চিকিৎসা প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় তার পেট থেকে ইয়াবা বের করা হয়।
গ্রেফতার ইয়াবা কারবারি কাইয়ুম খান পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে।
পটুয়াখালীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরর্শেদ সাংবাদিকদের, ছয় মাস আগে শহরের নতুন বাজারের একটি আবাসিক হোটেল থেকে তাকে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। সোমবার তাকে ধরতে গেলে সে ইয়াবা গিলে ফেলে এতে তাকে মেডিকেলে নিয়ে তার পেট থেকে ইয়াবা বের করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।