চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ফেনীতে আটক করে ২০টি স্বর্ণের বার ডাকাতি করার অভিযোগে দায়ের করা মামলায় আসামিদের কাছ থেকে রিমান্ডে কিছু ভিন্ন রকমের তথ্য পাওয়া গেছে বলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আনোয়ার হোসেন।
শনিবার ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠক শেষে তিনি গণমাধ্যমে এ তথ্য জানান।
এ সময় ডিআইজি আরোও জানান, উক্ত ঘটনায় আরও কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি স্বর্ণের বার ব্যবসায়ীর অভিযোগ এবং গ্রেফতারদের বিরুদ্ধে অভিযোগসহ প্রত্যেকটি খুটিনাটি বিষয় তদন্ত করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আরোও সঠিকভাবে তদন্ত করার লক্ষে সিআইডি বা পিবিআইকে মামলাটি দেওয়ার জন্য আমরা আবেদন করেছি।
প্রসঙ্গত, ফেনীতে এক ব্যবসায়ীকে আটক করে ২০টি সোনার বার ডাকাতি করার অভিযোগে করা মামলায় ফেনী ডিবির পরিদর্শক মো. সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং সহকারী উপ-পরিদর্শক অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানার বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করার কথা জানান ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নূরুন্নবী।