সেনবাগে দুই বাসের সংঘর্ষে নিহত ৩!

0

দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নোয়াখালীর সেনবাগে তিনজনের প্রাণ গেছে, আহত হয়েছে অন্তত ২৫ জন।

দুই বাসের সংঘর্ষে নিহত ৩

বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার তিন পুকুরিয়া এলাকায় নোয়াখালী-ফেনী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেরি পুলিশ।

আহতদের সেনবাগ ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি হারুন বলেন, সকালে সেনবাগ থেকে চট্টগ্রামগামী রূপসী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয় বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে