সেমির জন্য রোমা ই যোগ্য দল!

0
বার্তামেউ

গতকাল মঙ্গলবার রাতে অবিশ্বাস্যভাবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ জিতে নিয়েছে এফসি রোমা। বার্সেলোনার দখলে থাকা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকেট এক প্রকার ছিনিয়ে নিয়েছে এই দলটি। প্রথম লেগ ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেও সেমিফাইনালে যাওয়ার আক্ষেপ নিয়েই লিগ ছাড়তে হলো বার্সেলোনাকে। গতকাল রাতে ৩-০ ব্যবধানের পরাজয় নিয়েই আর্নেস্তো ভালভার্দে শিবিরকে লিগ থেকে বিদায় করে দিয়েছে রোমা।
বার্তামেউ
বর্তমানে আগুন ফর্মে থাকা বার্সা শিবিরের এমন পরাজয়ে ক্লাবটির সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ খুবই অখুশি। তিনি মনে করেন, তাঁর ক্লাব সেমিফাইনালে যাওয়ার যোগ্য নয়। কারণ গতকাল রাতে রোমাই সেরা ছিল এবং তারাই সেমিফাইনালে যাওয়ার যোগ্য দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে। দলটির প্রেসিডেন্ট জানিয়েছেন, কাতালান সাইডে তারাই সেরা ছিলেন। এ জন্য প্রথম লেগ তারা ৪-১ ব্যবধানে জিতে নিয়েছিল। তেমনি ইতালিয়ান সাইডে রোমা শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে ৩-০ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে।

বার্তামেউ বলেন, ‘আমরা ম্যাচ হেরে কষ্ট পেয়েছি। পাশাপাশি আমাদের রোমা ও তাদের সমর্থকদের অভিনন্দন জানানো উচিত। মাঠে কী হয়েছে, সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ করা উচিত। আসরে আমরা ভালোভাবেই শুরু করেছিলাম। কিন্তু এখন আমাদের ভারাক্রান্ত মনে বিদায় নিতে হচ্ছে।’

রোমার প্রশংসা করে তিনি বলেন, ‘তারা ম্যাচজুড়েই আমাদের নিয়ন্ত্রণে রেখেছে। তারা নিজেদের ওপর আস্থা রেখেছিল, ম্যাচে সেটা করে দেখিয়েছে।’তবে এই পরাজয়ের গ্লানি নিয়ে বসে থাকার পক্ষে নন বার্তামেউ। কারণ সামনে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। তিনি আশা করছেন, বার্সেলোনা খেলোয়াড়রা খুব তাড়াতাড়িই এই ধাক্কা কাটিয়ে উঠে মাঠে ফিরতে সক্ষম হবেন।