সোনাগাজীতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে এজেন্ট আটক

0
সোনাগাজীতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে এজেন্ট আটক

ফেনী জেলার সোনাগাজীতে এনায়েত উল্লাহ মহিলা কলেজ কেন্দ্র বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে মিজানুর রহমান রাসেল নামক একজন এজেন্টকে আটক করা হয়েছে। তিনি ৫ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিন রিপনের উটপাখি প্রতীকের এজেন্টের দায়িত্ব পালন করছিলেন।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মো. মনির হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ভোটারদের প্রবাবিত করার অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করা হয়।

ফেনীর সোনাগাজী পৌরসভায় ৯টি কেন্দ্রের ৫১টি বুথে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে। এ কেন্দ্রে ১৫ হাজার ৯৮৫ ভোটারের মধ্যে নারী ভোটার ৭৮৫৮ এবং পুরুষ ভোটার ৮১২৭ জন। নির্বাচনে চারজন মেয়র ও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৯টি পদের বিপরীতে ২৩ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের দুটি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তাছমিম আক্তার নামে একজন সংরক্ষিত নারী কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।