সোনারগাঁয়ে জাতীয় শোক দিবসের প্যান্ডেল ভাঙচুর

0
সোনারগাঁয়ে জাতীয় শোক দিবসের প্যান্ডেল ভাঙচুর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর প্যান্ডেলে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় পৌরসভা মাঠে নির্মিত প্যান্ডেল ভাঙচুর করে সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলা হয়।

দলীয় সূত্র হতে জানা যায়, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের জন্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর সমর্থকদের উদ্যোগে প্যান্ডেল নির্মিত হয়। দিনভর কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মিলাদ মাহফিল ও আলোচনা সভার জন্য নির্মিত প্যান্ডেল তদারকি করেন। সন্ধ্যায় ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা ওই প্যান্ডেলের চেয়ার টেবিল ভাংচুর করে গুড়িয়ে দেয়।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন জানান, “আওয়ামী লীগ দল করতে হলে বঙ্গবন্ধুকে মনে প্রাণে বুকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়ার প্যান্ডেল ভাঙচুর করা ন্যাক্কারজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধুরী বিরু এঘটনায় বলেন, “বঙ্গবন্ধুর প্রতি যাদের শ্রদ্ধা ও ভালোবাসা নেই তারাই এ ধরনের কাজ করতে পারে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বঙ্গবন্ধুর মিলাদ মাহফিলে যারা হামলা চালিয়ে ভাঙচুর করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।