সৌদিকে ৪০০ কোটি ডলার দিচ্ছে ট্রাম্প

0
সৌদি

সিরিয়ায় মার্কিন লক্ষ্য বাস্তবায়নে সৌদি রাজা সালমানকে চারশো’ কোটি ডলার যোগান দিতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া সংক্রান্ত ওয়াশিংটনের নীতিকে সমর্থন করছে করছে রিয়াদ। মার্কিন সামরিক সংবাদপত্র স্টার অ্যান্ড স্ট্রাইপে প্রকাশিত খবরে বলা হয়েছে, গত ডিসেম্বরে সৌদি রাজার সাথে ফোনালপের সময় এ অর্থ দেয়ার দাবি করেছিলেন ট্রাম্প। এছাড়া, অর্থ দেয়ার বিষয়ে রিয়াদ সম্মত হয়েছিল বলে মার্কিন প্রেসিডেন্টের দফতর থেকে দেয়া তথ্য বলা হয়েছে।
সৌদি
এতে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার মিত্রদেশ ইরান ও রাশিয়াকে শক্তিশালী হওয়া ঠেকানোর কাজে এ অর্থ ব্যয় করা হবে। এ ছাড়া, সিরিয়া থেকে আসাদ এবং ইরানকে হটিয়ে দিয়ে সেখানে কথিত রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েও এগিয়ে যাবে ওয়াশিংটন। মার্কিন এ নীতিকে সমর্থন করছে রিয়াদ।-রেডিও তেহরান