সৌদির নিকট অস্ত্র বিক্রির পক্ষে সাফাই গাইছে ফ্রান্স

0
যুবরাজ

ইয়েমেনে ভয়াবহ প্রাণঘাতী যুদ্ধে জড়িত থাকার পরও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পক্ষে যুক্তি দেখিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তিনি দাবি করেন, ফ্রান্স অস্ত্র বিক্রির বিষয়ে খুব সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের প্রয়োজন, মানবাধিকারের আইন ও বেসামরিক জনগণের জীবনের ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় রাখা হয়েছে।
যুবরাজ
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাকরন এসব কথা বলেন। এসময় তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরবের নিরাপত্তার বিষয়টিকে ফ্রান্স সম্পূর্ণভাবে সমর্থন করে এবং তিনি ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করেন। সৌদি আরব যে ইয়েমেনে তিন বছর ধরে অন্যায় সামরিক আগ্রাসন চালিয়ে আসছে সে বিষয়ে ম্যাকরন তিনি কিছুই বলেন নি।

ফ্রান্স হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র ব্রিকেতা এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তার প্রধান ক্রেতা। ফ্রান্স থেকে কেনা নানা রকমের অস্ত্র ইয়েমেন যুদ্ধে ব্যবহার করে আসছে সৌদি আরব। মানবাধিকার গোষ্ঠীগুলো সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ ও রিয়াদের ওপর চাপ সৃষ্টির জন্য ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়ে আসছে। কিন্তু ফ্রান্স তার অস্ত্র বিক্রির নীতির ওপর অটল রয়েছে।