সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

0
ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক মিসরীয় নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দু’জন। খবর সিএনএনের। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি সিএনএনকে বলেন, রোববার সৌদি আরবের চারটি শহরকে লক্ষ্য করে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেন। সবগুলো সফলভাবে ভূপাতিত করার পর ধ্বংস করা হয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলা
তিনি বলেন, রাজধানী রিয়াদের দিকে তিনটি, আসির প্রদেশের দিকে একটি, নাজরান প্রদেশের দিকে একটি ও জিজান প্রদেশের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেন। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রিয়াদের একটি বাড়ির ওপরে পড়লে এক মিসরীয় নাগরিক নিহত হন। এছাড়া বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই হামলার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি আরব। এ নিয়ে গত ৫ মাসে তিনবার সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তি ছিল রোববার।