স্কুলছাত্রী ধর্ষণ মামলায় দুই সহপাঠী গ্রেফতার

0

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বারআউলিয়া গ্রাম থেকে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুই সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতদের একজন বারআউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে খোকন মিয়া (১৬) এবং অপরজন একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সুমন মিয়া (১৭)।


ধর্ষণের শিকার মেয়ে দুইটির বাবা বাদী হয়ে বাহুবল মডেল থানায় মামলা করেছেন।


মামলার ইজহার হতে জানা গেছে, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণিতে অধ্যয়নরত দুই সহপাঠী ছেলে ওই দুই ছাত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।


বাহুবল মডেল থানার ওসি তদন্ত আলমগীর কবীর  এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।