সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে ৩ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। উপজেলার রামদিয়া বাজার থেকে পুলিশ তাদের আটক করে বলে জানা গেছে।
আটককৃরা হলেন – উপজেলার ঘোলদাড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান (৫৪), ঘোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন (৫৮) ও খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দীন।
আটকের পর ভোরে তাদের আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়। এরপর জীবনে আর জুয়া খেলবেন না এমন শর্তযুক্ত মুচলেকায় স্বাক্ষর নিয়ে সকালে তাদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনাকালীন স্কুল বন্ধ থাকার সুযোগে আলমডাঙ্গার রামদিয়া বাজারে তিন প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন মিলে জুয়ার আসর বসায়। এরপর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা জামজামি পুলিশ ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালান। সে সময় তিন প্রধান শিক্ষককে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তাস ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে ভোরে আটক তিনজনকে জামজামি পুলিশ ক্যাম্প থেকে আলমডাঙ্গা থানায় নেওয়া হয় এবং সকালে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, ‘শিক্ষক হিসেবে তারা সমাজের সম্মানিত ব্যক্তি হওয়ায় এবং বিভিন্ন মহলের অনুরোধ থাকায় সবকিছু বিবেচনা করে মুচলেকায় স্বাক্ষর করিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’