সাভারের আশুলিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীও আত্মহত্যার চেষ্টা করেছে।
আজ সোমবার (২৬ জুলাই) সকালে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম রেবা বেগম (৪০)। সে আশুলিয়ার নয়ারহাট এলাকার সাব্বির আলীর স্ত্রী। নিহত রেবার বাড়ি বরিশালে।
পুলিশ জানায়, সোমবার ভোরে আশুলিয়ার নয়ারহাট এলাকায় নিজ ভাড়া বাড়িতে স্ত্রী রেবা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্বামী সাব্বির আলী। ঘটনার পর সাব্বির আলীও আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাদের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন। তবে বর্তমানে ওই হাসপাতালেই সাব্বির আলী চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় হত্যা মামলা করেছে নিহতের স্বজন।