স্ত্রীর পর এবার বিদায় নিলেন সাবেক সাংসদ আফাজ উদ্দিন আহমেদ

0
স্ত্রীর পর এবার বিদায় নিলেন সাবেক সাংসদ আফাজ উদ্দিন আহমেদ

শনিবার দিবাগত রাতে করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়া-১ আসনের (দৌলতপুর) সাবেক এমপি ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ মারা গেছেন।

মৃত্যুর আগে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

আফাজ উদ্দিনের ছেলে এজাজ আহমেদ মামুন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এজাজ আহমেদ বর্তমানে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট।

প্রসঙ্গত এর আগে গত ৮ জুলাই সকাল সোয়া ৬টায় করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম আলো (৭২)। এই দম্পত্তির তিন ছেলে ও চার মেয়ে রয়েছে।

আফাজ উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ২০০৮ সালে কুষ্টিয়া-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে দশম জাতীয় সংসদ তিনি হেরে যান।