যশোর জেলায় স্বর্ণ চোরাচালানি মামলায় মোক্তার আলী (৭০) নামের এক বৃদ্ধকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের সাথে অর্থদণ্ডও দিয়েছে আদালত।
রবিবার সিনিয়র জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মোক্তার আলী বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের বাসিন্দা মৃত আজিবার মণ্ডলের ছেলে। তিনি এখন কারাগারে রয়েছেন।
জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী মামলার বরাত দিয়ে গণমাধ্যমকে বলেন, ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর জিএম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-১৩১৭) তল্লাশি করে ১২টি স্বর্ণের বারসহ মোক্তার আলীকে আটক করে বিজিবি। পরে সুবেদার বাদশা মিয়া বাদী হয়ে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় মোক্তার আলীকে অভিযুক্ত করে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম।
এ মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মোক্তার আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।