স্বাস্থ্যবিধি না মানায় প্রধান শিক্ষককে শোকজ

0
স্বাস্থ্যবিধি না মানায় প্রধান শিক্ষককে শোকজ

স্বাস্থ্যবিধি অনুসরণ না করে শিশু শিক্ষার্থীদের পাঠদানে রংপুরের কাউনিয়া উপজেলার পাঠোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এছাড়া একই কারণে উপজেলার শহীদবাগ ইউনিয়নের উত্তর সাব্দী মৌলটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও শোকজ করা হয়েছে। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং বিদ্যালয় ভবন অপরিষ্কার রাখার কারণে পাঠোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রবিবার বিকেলে শোকজ করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে কৈফিয়তের জবাব দিতে বলা হয়েছে।

আব্দুল হামিদ আরও বলেন, এছাড়া বিদ্যালয় মাঠ ও ভবন অপরিষ্কার রাখায় সোমবার উত্তর সাব্দী মৌলটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তাকেও আগামী ৩ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পাঠদানের নির্দেশনা দিয়ে রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। কিন্তু প্রথম দিনই কাউনিয়া উপজেলার পাঠোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব নির্দেশনা মানা হয়নি। পরবর্তীতে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়।
Attachments area