স্বেচ্ছাসেবক কমিটিকে ‘লিপিস্টিক কমিটি’ আখ্যা দিয়ে পদত্যাগ

0

সিলেট জেলা ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণার পর থেকে প্রতিক্রিয়া শুরু হয়েছে এবং এরই সূত্র ধরে নেতারা একের পর এক পদত্যাগ করছেন। ইতোমধ্যে কমিটি নিয়ে দ্বিমত পোষণ করে বিএনপি ত্যাগ করেছেন সিলেটের বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান। পদত্যাগের সময় দলের হাইকমান্ডকে তুলোধুনো করেন জামান।

এরপরই বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য শাহিদুল ইসলাম কাদির। পদত্যাগ সম্পর্কে শুক্রবার সোশাল মিডিয়ায় নানান কথা লিখেন তিনি।

ফেসবুকে দেওয়া পোস্টে তিনি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটিকে ‘বণিক সমিতি’ এবং ‘লিপস্টিক মার্কা’ কমিটি বলে অভিহিত করেছেন এবং এই কমিটি দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ‘সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন।

পদত্যাগী শাহিদুল ইসলাম কাদির বলেন, দীর্ঘ ১১ বছর পর সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি হলেও এই ‘বণিক সমিতি’র কমিটিতে হাতেগোনা দু-একজন মাঠকর্মী ছাড়া আন্দোলন সংগ্রামের কেউ নেই। তাই স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করলাম।