স্বৈরশাসন তালিকায় বাংলাদেশ, এটার তো কোনো মানে নেইঃ ওবায়দুল কাদের

0
ওবায়দুল কাদের

বাংলাদেশ এখন স্বৈরশাসনের অধীন এবং সেখানে গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না বলে একটি জার্মান গবেষণা প্রতিষ্ঠানের মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিআরটিসি’র বিশেষ যাত্রীসেবা উষা সার্ভিস, উত্তরা সার্কুলার সার্ভিস ও অফিস যাত্রী সার্ভিসের উদ্বোধন শেষে তিনি এ প্রশ্ন তোলেন।
ওবায়দুল কাদের
বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে অন্তর্ভুক্তির বিষয়ে বিবিসি যে প্রতিবেদন প্রকাশ করেছে সে সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দলের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদ ও এইচ টি ইমাম সাহেব এ বিষয়ে কথা বলেছেন। এখন আমি নতুন করে একই বক্তব্য রাখতে হবে, এটার তো কোনো মানেই নেই।’

‘তবে আমি এটা বুঝি যেই মুহূর্তে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশের প্রাথমিক ধাপ অতিক্রমের স্বীকৃতি দিল, সেই সময়ে এ রিপোর্ট কেন, এটা আমার প্রশ্ন।’ অবৈধ ক্ষমতা দখলের দিন জাতীয় পার্টির মহাসমাবেশ করে উদযাপনকে কীভাবে দেখছেন-জানতে চাইলে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘তারা তো নিবন্ধিত, বৈধ রাজনৈতিক দল হিসেবে কাজ করে যাচ্ছে। এ দেশে এ সকল বিষয় ‍নিয়ে ঘাঁটাঘাঁটি করে লাভ নেই।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘এই ইস্যুতে অনেকেই আবোল-তাবোল বকছেন। বিএনপি ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে লজ্জা পায়। গত বছরের মতো এবারও দিবসটিতে তারা নিশ্চুপ। আমি বলব- যারা পাকিস্তানের দোসর, তারাই ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করে না।’