নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুরের মো. রাশেদ হত্যাকাণ্ডের সূত্র ধরে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ পাঁচ সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- সুলতানপুরের শাকিল (২৪), বেগমগঞ্জের বাহাদুরপুরের মো. রাশেদ (২৫), আবদুস সালাম (২৪), আলাইয়ারপুরের শাকিল (২২) ও সুজন (২১)।
জানা যায়, ওই পাঁচ সন্ত্রাসীদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দু’টি দেশীয় এলজি, দু’টি দেশীয় পাইপগান, চার রাউন্ড কার্তুজ, একটি দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম জানান, গত ৮ আগস্ট আলাইয়ারপুরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি রাশেদ, শাকিল ও সালামকে চট্টগ্রামের সাতকানিয়া থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী সহযোগী আলাইয়ারপুরের শাকিল ও সুজনের কাছ থেকে ব্যাপক অস্ত্র উদ্ধার করা হয়।
এসকল অস্ত্র দিয়েই গত ৭ আগস্ট রাতে আালাইয়ারপুরের তাজুল ইসলামের ছেলে মো. রাশেদকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন আসামিরা। এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বুধবার বেগমগঞ্জ থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা (নম্বর ৫৪) রুজু করা হয়েছে।
উল্লেখ্য, ৮ আগস্ট সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাটুয়ার বাড়ি ও মেস্তরী বাড়ির মাঝামাঝি একটি নির্জন বাগান থেকে নির্মাণ শ্রমিক মো. রাশেদের (১৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাশেদ ওই ওয়ার্ডের তাজুল ইসলামের ছেলে ছিলেন।