যারা হালদা সিনেমা হলে না গিয়ে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, কিংবা ৪০ ইঞ্চি টিভিতে দেখবেন, তারা আসলে দুধের সাধ ঘোলে অথবা পানিতে মিটাবেন। হালদা সিনেমার মুল আকর্ষণ তার সিনেমাটোগ্রাফি সেটা কখনোই সিনেমার বড় পর্দা ছাড়া পাবেন না।তাই সিনেমাটা টিভি তে বা কম্পিউটার এ দেখা আর কারো কাছ থেকে গল্পটা শুনে না দেখা দেখা একি জিনিস।
অভিনয়ঃ এই সিনেমার খুব ছোট চরিত্র কাজের বুয়া ও অভিনয় চমৎকার করেছে। সুতরাং বড় চরিত্রগুল অভিনয় কেমন করেছে, সেটা বলার অপেক্ষা রাখে না।
গল্পঃ বাংলাদেশের বাংলা সংস্কৃতির গল্প।প্যাঁচ ঘোঁচ নাই। আমার কাছে কাউকে নায়ক বা ভিলেন মনে হই নাই। সবাই আমাদের চারপাশে বসবাস করা চরিত্র।কিন্তু গল্পের ১০ থেকে ১৫ টা ডাইলগ যে কারো মনের ভেতর গেথে থাকবে।
যাদের জন্য সিনেমাটি নয়ঃ যারা অ্যাকশন, কাতুকুতু মার্কা হাসি, আলগা পিরিত , আলগা রাগ অভিমান পছন্দ করেন,তারা সিনেমাটি দেখতে যাবেন না এবং যাদের কাছে বিদেশী কুকুরের গু ও সুগন্ধ মনে হয় তারাও যাবেন না। তারা নিজ দেশের অবস্থান, বাজেট, টেকনোলজি,মার্কেট পলেসি না বুঝে সকল কিছু বিদেশ এর সাথে তুলনা করেন। তাহারা সার্টিফিকেট ধারী মূর্খ।
যাদের জন্য হালদাঃ যারা পরিবার নিয়ে সিনেমা দেখতে চান।যারা ভালো অভিনয়ের প্রতিযোগিতা দেখতে চান। চমৎকার সিনেমাটোগ্রাফি পছন্দ করেন।দেশিও গান পছন্দ করেন।সিনেমায় মেঘ বৃষ্টি বজ্রপাত আধার তথা প্রকৃতি পছন্দ করেন।এবং গল্পের অন্তরালে গল্প খুজে পান। তাদের জন্য হালদা।
অধিকাংশ দৃশ্য ভোর এবং রাতের তাই সিনেমা হল ছাড়া এই মুভি পুরোপুরি ভালো নাও লাগতে পারে। ভাষা সহজে বুঝতে পারবেন যদি মন দিয়ে দেখেন।
আমার খারাপ লাগাঃ কবি গানে যারা অংশ নিয়েছেন তাদের কণ্ঠ আরও ভালো হওয়া উচিৎ ছিল।
কৃতজ্ঞতাঃ সিনেমা শুরু হয়ার আগে জাতীয় সঙ্গীতের সাথে সাথে যারা দাড়িয়ে যান, এবং হালদা এর মত বাংলা সিনেমা হলে গিয়ে দেখেন, তাদের দেশপ্রেমিক মনে হয়।
এভাবে হালদা এর মত সিনেমা হলে এবং দর্শক হলে গিয়ে সিনেমা দেখলে একদিন বিদেশিরাও বাংলা সিনেমা তাদের পছন্দের তালিকায় রাখবে।ধন্যবাদ পড়ার জন্য।
লেখকঃ Showkat Newaz Khan