হালদা রিভিউ

0
হালদা

তৌকির আহমেদ কথা দিয়ে কথা রেখেছেন।হালদা সিনেমাটি মুক্তি দেওয়ার আগে বলেছিলেন,
-দর্শকদের সামনে একটা নদীর গল্প এবং নারীর গল্প তুলে ধরবেন। সময়ের সাথে সেই নদী এবং নারী আলাদা রূপ নিয়ে দর্শকদের সামনে হাজির হবে। এতে দর্শক হাসবে আবার কাঁদবে।
হালদা
২ ঘন্টা ১৭ মিনিট দর্শকদের অন্য রকম এক ভালো লাগার গল্পের ফ্লেভারে আটকিয়ে রেখে তৌকির আহমেদ একটা গল্প শুনিয়েছেন। হাসু এবং বদির গল্প। যে গল্পে শহরের যান্ত্রিকতা নেই,ট্র্যাফিক জ্যাম নেই,ধুলাবালি নেই। আছে নদীর পাড়ের গরীব জেলের অতি সহজ একটা অভাবের গল্প।ঋণগ্রস্ত বাবার কথা চিন্তা করে এক মেয়ের ভালোবাসা স্যাক্রিফাইস করে নতুন মানুষের সাথে নতুন করে মানিয়ে নেওয়ার চেষ্টা করার গল্প।আরো আছে নদী, নৌকা, নদীর পাড়ের নির্মল বায়ু,বৃষ্টি,রোদ এবং ভোরের সৌন্দর্য।

সিনেমাটিতে নদী এবং পরিবেশ রক্ষার একটা শক্তিশালী ম্যাসেজ ছিলো।এই জায়গাটাতে পরিচালক তৌকির আহমেদ একটা স্যালুট পাওয়ার মত কাজ করেছে। সিনেমাকে সিনেমার জায়গায় ষোল আনা ঠিক রেখে দর্শককে একটা শক্তিশালী বার্তা দিয়েছেন। যা আমাদের সবার জন্য অনেক দরকারি ছিলো।

সবার অভিনয় ভালো ছিলো।
ফজলুর রহমান বাবু এবং দিলারা জামানের অভিনয় বেশি ভাল্লাগছে।

গানেরর কথা এবং কম্পোজিশন অসাধারণ। স্বীকার করতেই হবে গানের জন্য হালদা সিনেমাটি আরো বেশি পূর্ণতা পেয়েছে।

সিনেমাটোগ্রাফি কাজ ছিলো সহজ।তবে সুন্দর।

প্রায় ১৫ টার মত সংলাপ আছে।যেগুলো শোনার পর থেকে মনের মধ্যে অদ্ভুদ ভালো লাগা কাজ করবে।সিনামা দেখে বাসায় ফিরতে ফিরতে এই সংলাপগুলো মনে বাজতে থাকবে।

আন্ঞ্চলিক ভাষার দূর্বোধ্যের জন্য চট্টগ্রামের ভাষা না জানা মানুষদের কাছে হালদা সিনেমাটা একটু টাফ মনে হবে।একজন চাঁটগাইয়া এই সিনেমা দেখে যতটা মজা পাবে অন্যান্য জেলার মানুষরা প্রায় ৫০ ভাগ কম মজা পাবে।যদিও ইংরেজি সাবটাইটেল আছে।

রেটিংঃ ৮/১০

কম বাজেটের মধ্যে সেরা একটা মুভি।যেটা পরিবারের সব বয়সীদের সাথে নিয়ে দেখা যাবে।

তৌকির আহমেদের পরের মুভির অপেক্ষায় আছি

লেখকঃ শাহরিয়ার হেলাল‎

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে