হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

0

রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালের ৬ তলায় পায়চারি করার সময় উপর থেকে পড়ে হাবিবুর রহমান (১৮) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই সোহাগ হোসেন বলেন, “গত ১০ তারিখে ডেঙ্গু জ্বর নিয়ে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন হাবিবুর রহমান। তিনি রাতে ৬ তলায় হাঁটাহাঁটি করছিলেন। তবে অসুস্থতাজনিত কারণে অতিরিক্ত দুর্বল থাকায় তিনি সেখান থেকে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হাবিবুরের গ্রামের বাড়ি বরগুনা সদরের নিশানবাড়ীয়া গ্রামে। তার বাবার নাম আলমগীর হোসেন। বর্তমানে সবুজবাগের মাদারটেকে ১১৪৮ নম্বর টিনশেড বাসার পরিবারের সঙ্গে থাকতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”