জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ফেনীর উপপরিচালক ডিএম ইউছুফ হোসেন বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ফেনীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে মারা গেছেন।
জানা যায়, এর আগে বৃহস্পতিবার সকালে তিনি হেঁটে হাসপাতালে ভর্তি হন। তার দুইটি মেয়ে রয়েছে।
এ বিষয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ওয়ার্ড মাস্টার হাসান মাহমুদ মামুন বলেন, ‘সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত অবস্থায় এনএসআই উপপরিচালক ইউসুফ হোসেন হাসপাতালে ভর্তি হন। পরে ১০টা ৪২ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের মেয়ে আবিদা তাসকিন ঐশী বলেন, ‘সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বেনাদনা গ্রামে আমাদের পৈত্রিক বাসভবন। তবে রাজধানীতে জানাজা শেষে বাবাকে মোহাম্মদপুরস্থ কবরস্থানে দাফনের পারিবারিক সিদ্ধান্ত হয়েছে।’
এদিকে এনএসআই কর্মকর্তার আকস্মিক মৃত্যুর খবরে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে গিয়ে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী নিহত ইউসুফ হোসেনের দাফন-কাফনের জন্য ১০ লাখ টাকার অনুদান প্রদান করেন। এছাড়াও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবীসহ জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা তাকে শেষ বারেরমত দেখতে ছুটে গিয়েছিলেন।