হেরোইন-ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার

0
হেরোইন-ইয়াবাসহ দুই ভাই গ্রেফতার

নারায়ণগঞ্জের সােনারগাঁয়ের কাঁচপুর থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে পাঁচ গ্রাম হেরোইন, ১০৪ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লাখ ৮৬ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।

গতকাল বিকালে র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে দুপুরে তাদেরকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, সাইফুল ইসলাম (২৬) ও মো. নাসির (৩৫)। তারা উপজেলার কাঁচপুর এলাকার হাজি মাে. পিয়ার আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক সাইফুল ইসলাম ও মো. নাসির সম্পর্কে ভাই। তারা পরস্পর যােগসাজশে দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে হেরােইন ও ইয়াবা সংগ্রহ করে আসছিলেন। এগুলো নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।