১১ গরুসহ ডাকাতি হওয়া ট্রাক মানিকগঞ্জে উদ্ধার

0
মানিকগঞ্জ Manikganj

সাভারের হেমায়েতপুর থেকে ১১টি গরুসহ ডাকাতি হওয়া একটি ট্রাক মানিকগঞ্জ শহর থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে গতকাল রবিবার রাতে জেলা শহরের বিজয় মাঠের পাশে তল্লাশিচৌকি বসিয়ে ট্রাকসহ ১১টি গরু উদ্ধার করা হয়।

এ ঘটনায় আবদুল আহাদ (২৫) নামের এক ডাকাত দলের সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নিমতলা গ্রামে তার বাড়ি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, গতকাল রাতে সাভারের হেমায়েতপুর থেকে একদল ডাকাত গরুবাহী ট্রাকসহ ডাকাতি করে নিয়ে যাচ্ছিল। তারা গরুবাহী ট্রাকের চালক মনির হোসেনকে মানিকগঞ্জের সিঙ্গাইরে মারধর করে ট্রাক থেকে ফেলে দেয়। পরে আহত চালক বিষয়টি সিঙ্গাইর থানার পুলিশকে জানায়। 

সিঙ্গাইর থানা পুলিশ বিষয়টি অন্য থানাকে জানায়। এরপর মানিকগঞ্জ সদর থানা-পুলিশ জেলা শহরের বিজয় মেলা মাঠ এলাকায় তল্লাশিচৌকি বসায় এবং রাত সাড়ে ১০টার দিকে তল্লাশিচৌকিতে ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ট্রাকে থাকা আরও কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

ওসি আকবর আলী খান বলেন, আটক করা গরুগুলোর বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকার মতো।পরে ১১টি গরুসহ ট্রাক সাভার থানায় হস্তান্তর করা হয়।