গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অনলাইন পরীক্ষা আগামী ২০ আগস্টের পরে শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সেশনজটে এড়াতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাথে নিজের অবস্থানরত এলাকা থেকে শিক্ষার্থীদের সবাইকে করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ আগস্টের পরে যেকোনো সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন বর্ষের পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে। এ জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের অবস্থানরত এলাকা থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে শ্রেণি প্রতিনিধিদের (সিআর) মাধ্যমে নিজ বিভাগকে অবহিত করার জন্য বলা হয়েছে।
এর আগে অনলাইনে পরীক্ষার বিষয়ে নীতিমালা তৈরি করতে গত ৪ আগস্ট ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল।