২০ হাজার আফগানকে আশ্রয় দেবে ব্রিটেন

0

তালেবানের আফগানিস্তানের মসনদে আসার পর বিদেশি বাহিনীকে এতদিন যাবৎ সহায়তাদানকারী স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এমনকি বিমানের চাকায় চড়ে হলেও তারা দেশ ছাড়ার জন্য হুড়োহুড়ি শুরু করেছেন।

এমন পরিস্থিতিতে ব্রিটেন ঘোষণা দিল আগামী বছরগুলোতে ২০ হাজারের মতো আফগানকে তাদের দেশে আশ্রয় দেওয়া হবে।

ব্রিটিশ সরকার সূত্রে জানা যায়, প্রথম বছরে বৈধভাবে দেশটিতে প্রবেশের সুযোগ পাবে ৫ হাজারের মতো শরণার্থী। প্রাধান্য দেওয়া হবে নারী, কিশোরী ও যারা সরাসরি হুমকির মুখে রয়েছেন তাদের। এ পরিকল্পনার শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের জন্য দোভাষী ও অন্যান্য কাজে নিয়োজিত কর্মীরা।

ডেইলি টেলিগ্রাফে এক সাক্ষাৎকারকে দেশটির স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল বলেন, ‘আমরা একা কাজটি করতে পারব না। অন্য দেশের সহায়তা লাগবে।’

তবে বিরোধী দলগুলো মনে করছে এ সংখ্যা আরো বাড়ানো উচিত। ৩৫ থেকে ৪০ হাজার হওয়া উচিত শরণার্থীর পরিমাণ।

এদিকে আফগানিস্তান পরিস্থিতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বিতর্কের জন্য হাউস অব কমন্সে অধিবেশন ডাকা হয়েছে।

অন্যদিকে কাবুলের পতন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক টেলিফোন আলাপকালে আফগান পরিস্থিতিতে উভয় দেশের একসঙ্গে কাজ করার আশাবাদ জানানো হয়।