অ্যাশেজে ২৪ বছর পর ডাবল সেঞ্চুরি হাঁকালেন কোনো অজি অধিনায়ক। আজ শনিবার ওয়াকার বাইশ গজে ক্যারিয়ারের ৫৯ তম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকান স্টিভেন স্মিথ। মার্শও ১৮১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়াকা টেস্টের দ্বিতীয় দিনে একাই লড়াই করেছেন। তৃতীয় দিন সঙ্গী হিসেবে পেয়েছেন মিচেল মার্শকে।
সর্বশেষ ১৯৯৩ সালে অ্যাশেজ সিরিজে অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করার নজির ছিল অ্যালান বর্ডারের। স্মিথের টেস্ট ক্যারিয়ারে দুটি ডাবল সেঞ্চুরিই এসেছে ইংল্যান্ডের বিপক্ষে। এর আগে ২০১৫ সালে লর্ডস টেস্টে কুকের ইংল্যান্ডের বিপক্ষে ২১৫ রানের ইনিংস খেলেছিলেন স্মিথ।
অ্যাশেজ সিরিজে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বব সিমসনকে ছুঁয়ে ফেললেন বর্তমান অজি অধিনায়ক। অ্যাশেজে দুটি ডাবল সেঞ্চুরি রয়েছে সিমসনেরও।
এছাড়া চারটি ডাবল সেঞ্চুরি রয়েছে ওয়ালি হ্যামন্ডের। অ্যাশেজে ডাবল সেঞ্চুরির বিচারে শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহাসিক এই টেস্ট সিরিজে তার ডাবল সেঞ্চুরির সংখ্যা ৮টি।
অন্যদিকে শনিবার পার্থ টেস্টের তৃতীয় দিন ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের ৫০ বছর পুরোনো রেকর্ডেও থাবা বসিয়েছেন স্মিথ। ১৯৬৮ সালে টেস্টে ১০৮ ইনিংসে দ্রুততম ৫৭৬৪ রান করে রেকর্ড গড়েছিলেন স্যার গ্যারি সোবার্স। তারপর কেটে গেছে প্রায় ৫০ বছর। আজ দিনের তৃতীয় সেশনে ২০৮ রান করেই সোবার্সকে ছাড়িয়ে যান স্মিথ। ১০৮ ইনিংস শেষে স্মিথের নামের পাশে ৫৭৮৬ রান।