ময়মনসিংহের তারাকান্দায় শ্বশুবাড়িতে বেড়াতে এসে মোটরসাইকেলের ধাক্কায় শ্রী নরেন্দ্র (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৬ নম্বর ঢাকুয়া ইউনিয়নের টিউ কান্দা চৌরাস্তা মোড় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শ্রী নরেন্দ্র নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি প্রায় ২৫ বছর পর শ্বশুর বাড়িতে এসেছিলেন। তার অসুস্থ শাশুড়িকে দেখতে টিউ কান্দা গ্রামে যান। রাতে বাড়ি থেকে কিছুটা দূরে চৌরাস্তা মোড়ে চা পান করতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে”।