২ বাসের মুখোমুখি সংঘর্ষে পাবনায় ৫ জন নিহত!

0

আজ মঙ্গলবার পাবনার সাঁথিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
এক্সিডেন্ট

সকাল সাড়ে ১০টায় উপজেলার চীনাখড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলি পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে পাবনাগামী সাদ্দাম পরিবহনের একটি বাসের এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

তবে নিহত ও আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে