৪০ হাজার হজ্বযাত্রীর সৌদি আরব যাওয়া অনিশ্চিত

0

ভিসা জটিলতায় এবছর বেশ কয়েকটি হজ্ব ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। এদিকে এমন ঘটনায় হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোট ৬টি হজ ফ্লাইটের মধ্যে ৫টি ফ্লাইটই ভিসা জটিলতাসহ নানা কারণে বাতিল করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। মঙ্গলবার শুধুমাত্র সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের ফ্লাইটি ৪শ ১৯ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এবং চট্টগ্রাম থেকে ২শ” ৮০ জন যাত্রী নিয়ে আরেকটি বিমান জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, “৪৫ হাজারের ভিসা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এজেন্সিগুলোর বিভিন্ন সমস্যার কারনে তারা যাত্রী দিচ্ছে না। টিকেট তো আমরা আগেই রেখেছি। দুই নম্বর হচ্ছে হজ এজেন্সিগুলোর এখনো অনেকেই বাড়িভাড়া করতে পারেনি বলে আমাদের কাছে খবর এসেছে।” বিমানমন্ত্রী আরো জানিয়েছেন, “ই-ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। এজন্যে এবছর প্রায় ৪০ হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পরেছে। তবে, সব পক্ষের সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব।”

এখন পর্যন্ত বিমানের ১২ টি এবং সৌদি বিমানের ৩ টি হজ্ব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে