৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ

0
রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় এ নিয়ে টানা তৃতীয় জয়ে লিগ টেবিলের তিনে উঠে এলো গ্যালাকটিকোরা। মৌসুমের শুরু থেকে বাজে খেলা রিয়াল মাদ্রিদ সম্প্রতি নিজেদের কিছুটা গুছিয়ে নিয়েছে। এদিকে এর আগে লেগানেসের বিপক্ষে হেরেই গত জানুয়ারিতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল রিয়াল। সর্বশেষ লেগানেসের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। দলের হয়ে লুকাস ভাজকুয়েজ, কাসিমিরো ও সার্জিও রামোস একটি করে গোল করেন।
রিয়াল মাদ্রিদ
২৯ মিনিটে লিড নেয় রিয়াল। এবার ব্রাজিলিয়ান তারকা কাসিমিরো প্রতিপক্ষের দেয়াল ভাঙেন। আর খেলার দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে অধিনায়ক সার্জিও রামোস পেনাল্টি থেকে গোল করলে দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামা এদিন অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে আরও একটি হারের শঙ্কা জাগায় রিয়াল। ম্যাচের ৬ মিনিটে প্রতিপক্ষের বুস্তিনজার গোলে লিড পায় লেগানেস। কিন্তু খেলায় ফিরতে সময় পায়নি সফরকারীরা।

১১ মিনিটে ভাজকুয়েজের গোলে সমতায় ফেরে তারা। লিগে ২৪ ম্যাচে ১৪ জয় ও ছয় ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। আর আসরটিতে এখন পর্যন্ত অপরাজিত বার্সেলোনার পয়েন্ট ৬২ নিয়ে শীর্ষে রয়েছে। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে নেমে যাওয়া ভালেন্সিয়ার পয়েন্ট ৪৬।