৪ মাসেও চালু হয়নি নীলফামারীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র

0
নীলফামারী Nilphamari

নীলফামারীর জলঢাকায় নির্মাণের ৪ মাস পেরিয়ে গেলেও জনবলের অভাবে চিকিৎসাসেবা শুরু করতে পারেনি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্র।

মীরগঞ্জ বাজার থেকে আধা কিলোমিটার উত্তরের প্রধান সড়কের পাশে তৈরি করা হয়েছে অত্যাধুনিক এ হাসপাতালটি। বেশিরভাগ সময়ই বন্ধ থাকে হাসপাতালের মূল গেট। হাসপাতালে মিডওয়াইফারি পদে একজন, একজন নার্স, একজন গার্ড এবং একজন পিয়নসহ মোট ৪ জন কর্মরত।

মীরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা নিপা বেগম বলেন, “আমরা অনেক দিন ধরে শুনে আসছি এখানে একটি মা ও শিশু হাসপাতাল হচ্ছে। দেখতে দেখতে কাজও শেষ হয়ে গেলো। কিন্তু এখনও চালু হয়নি হাসপাতালটি। হাসপাতালটি দ্রুত চালু করলে অনেক অসহায় মানুষ উপকৃত হবে।”

মা ও শিশু কেন্দ্রের মিডওয়াইফ পদের দায়িত্বরত পারভীন বেগম জানান, “আমরাও চাই হাসপাতালটি দ্রুত চালু হোক। এতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাবে।”

মীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুকুম আলী খান বলেন, জনবলের অভাবে হাসপাতালটি চালু করা সম্ভব হচ্ছে না। জনবল বাড়িয়ে হাসপাতালটি চালুর দাবি জানান তিনি।