৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতারে দণ্ড যাবজ্জীবন

0
৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতারে দণ্ড যাবজ্জীবন

বগুড়ায় লিটন মণ্ডল নামের এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সাজা দেয়া হয়েছে।

সোমবার দুপুর ১২টায় বগুড়ার জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত লিটন মণ্ডল বগুড়ার ধুনট উপজেলার ভালুকাতলা গ্রামের মৃত আবুল হোসেন মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১ ডিসেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ জামতলা করতোয়া ক্লিনিকের সামনে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে পুলিশ। এরপর শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন দণ্ড প্রদান করেন।