৫-৬ ঘণ্টার ব্যবধানে আবারো কুয়াকাটায় ভেসে আসলো মৃত ডলফিন

0

শুক্রবার পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পাঁচ থেকে ছয় ঘণ্টার ব্যবধানে আবারো দেখা মিলল আরেকটি মৃত ডলফিনের। মৃত এই ডলফিনটির দৈর্ঘ্য তিন ফুট। এর আগে একইদিন সকালে আট ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন সৈকতে ভেসে আসতে দেখা যায়।

সৈকতের ঝাউবন পয়েন্ট সংলগ্ন স্থানে দুপুর ২টার দিকে এ ডলফিনটি দেখতে পান ব্লু গার্ডের সদস্যরা। পরে জলজ এ প্রাণীটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।

এ বিষয়ে ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানান, সকালে সৈকতে একটি মৃত ডলফিন ভেসে আসার খবরে তিনি তার টিমের (ব্লু গার্ড) সদস্যদের নিয়ে সেখানে যাচ্ছিলেন। এসময়ে যাওয়ার পথে হঠাৎ তাদের এক গার্ডের চোখে পড়ে সৈকতে আরো একটি মৃত ডলফিন পড়ে আছে। পরে তিনি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানালে তার নির্দেশে ওই ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়।

এদিকে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, সকালে যে ডলফিনটি পাওয়া যায় তার দৈর্ঘ্য আট ফুট এবং বিকেলে যেটা পাওয়া গেছে তার দৈর্ঘ্য তিন ফুট। ছোট ওই ডলফিনটি একটি ইরাবতি বাচ্চা ডলফিন।

তিনি আরও বলেন, ‘জোয়ারের কারণেই কুয়াকাটা সৈকতে প্রায়ই মৃত ডলফিন ভেসে আসছে। ভেসে আসা এসকল ডলফিনের মুখে রক্ত দেখা যায়, আঘাতের চিহ্নও পাওয়া যায়। তবে সমুদ্রে যেসব জেলে মাছ শিকারে যান তাদেরকে যথাযথ ট্রেনিং দিলে এসব ডলফিনের মৃত্যু হার কমে আসতে পারে বলে আমার ধারণা।’