লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ৮ জুন থেকে। লঞ্চগুলোর কার্যালয় ও সদরঘাটে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। বুধবার সকালে সদরঘাট টার্মিনালের হলরুমে ঈদে যাত্রীসেবা ও নৌ-নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিআইডব্লিউটিএ’র উদ্যোগে সভায় লঞ্চ মালিক সমিতি, নৌ-পুলিশ, ডিএমপি, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক।
পরিচালক আবু জাফর হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক মিজানুর রহমান, একেএম কায়ছারুল ইসলাম, সহকারী পরিচালক মো. আসাদ প্রমুখ।
ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী ৮ জুন থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
যাত্রীসেবা নির্বিঘ্ন করতে বেশকিছু সিদ্ধান্ত ও সংস্থাগুলোকে দিকনির্দেশনা দেয়া হয়েছে।