৯৯৯ এ ফোন পেয়ে নবজাতকের লাশ উদ্ধার

0
৯৯৯ এ ফোন পেয়ে নবজাতকের লাশ উদ্ধার

বগুড়ার ধুনটে কাপড়ে মোড়ানো মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন পেয়ে আলী-মথুরাপুর পাকা সড়কের চানদিয়াড় ব্রিজের কাছ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, সকালে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাজারের নৈশ প্রহরী। ঘটনাটি জানাজানি হলে ৯৯৯ এ ফোন করেন তারা। পরে উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন খান শিশুটির মরদেহ উদ্ধার করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আজ দুপুরে শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। জন্মের পরপরই শিশুটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে বলে ধারণা করা হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।