সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম ও দুই শতাধিক মৎস্য ঘের ভেসে গেছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদরের বলবাড়িয়ার খোলপেটুয়ার ৩০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। প্লাবিত দুই গ্রাম হলো- বলবাড়িয়া ও হাসখালি।
বলবাড়িয়া গ্রামের আজিজুর রহমান জানান, দীর্ঘদিন সংস্কারের অভাবে বেড়িবাঁধ আগে থেকেই জীর্ণশীর্ণ ছিল। বুধবার দিবাগত রাতে জোয়ারের প্রবল চাপে বলবাড়িয়া পয়েন্টে ভেঙে যায়। এতে ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের। অনেকেই পুঁজি হারিয়ে পথে বসেছেন।
আশাশুনি উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা মিলন জানান, বারবার বলা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড বাঁধ মেরামতের ব্যবস্থা নেয়নি। সকাল থেকে একাধিকবার ফোন করেও তাদের পাওয়া যায়নি। এখন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকার জনগণ নিয়ে বাঁধ মেরামতের কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব ভৌমিকের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।