আদালতে হাজির হলেন বেগম জিয়া

0
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আদালতে পৌঁছার পর পরই বিচারক এ মামলার কাজ শুরু করেন। শুরুতেই সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন তাঁর আইনজীবী।

আজ বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটে বিএনপির চেয়ারপারসন রাজধানীর বকশীবাজারে সরকারি মাদরাসা ই আলিয়ায় স্থাপিত বিশেষ আদালতে হাজির হন। ১১টা ৪০ মিনিটে তাঁর পক্ষে যুক্তি তুলে ধরে বক্তব্য উপস্থাপন শুরু করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে