আতোইন গ্রিজমানকেও কিনতে চাইছে বার্সেলোনা

0

ফিলিপে কুতিনহোকে কিনতে গিয়েই নাকি বার্সেলোনার তহবিল উজাড়। দার-দেনা পর্যন্ত করেছে। সেই ঘাটতি পোষাতে কাতালন ক্লাব নিজ দলের একাদিক খেলোয়াড়কে বিক্রির পরিকল্পনা করেছে বলেই খবর। এরই মধ্যে স্পেনের এক গণমাধ্যম দিল এক গরম খবর। কুতিনহোকে কেনার পরও নাকি বার্সেলোনার তারকা খেলোয়াড় ক্রয়ের ক্ষুধা মেটেনি! এখন নাকি আতোইন গ্রিজমানকেও কিনতে চাইছে বার্সেলোনা।

খবরটিকে একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। কারণ, স্প্যানিশ টেলিভিশন চ্যানেল কাদেনা সের-এর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এল লারগুয়েরোতে এই দাবি করা হয়েছে। অনুষ্ঠানটির উপস্থাপক স্পষ্টই বলেছেন, অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে গ্রিজমানকেও নিয়ে আসতে চাইছে বার্সেলোনা।

এল লারগুয়েরো প্রোগ্রামের এই দাবিকে আরও জোরালো করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক ডিয়ারিও গোল। পত্রিকাটির দাবি, গ্রিজমানের বিষয়ে ক্লাব বার্সাকে সতর্ক করে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকা নাকি এই বলে ক্লাবকে সাবধান করে দিয়েছেন, গ্রিজমানকে কিনে ফেলতে পারে রিয়াল মাদ্রিদ!

নেইমারের বিকল্প হিসেবে প্রথম কুতিনহোই ছিলেন বার্সেলোনার রাডারে। কিন্তু এই ব্রাজিলিয়ানকে লিভারপুল বিক্রি করতে রাজি না হওয়ায় বার্সা বিকল্প হিসেবে দৃষ্টি দেয় গ্রিজমানের দিকে। প্রথমে লক্ষ্য ছিল কুতিনহো নয়তো গ্রিজমান, যেকোনো একজনকে দলে ভেড়ানো। কুতিনহোর পাশাপাশি তাই গ্রিজমানের সঙ্গেও যোগাযোগ কথা-বার্তা শুরু করে দেয় বার্সেলোনা।

শুধু কথা-বার্তা বললে ভুল হবে। ক্লাব অ্যাতলেতিকোর উপর চাপ প্রয়োগের জন্য গ্রিজমানকে তলেতলে উসকানিও দিয়েছে বার্সেলোনা। এমনকি গ্রিজমানের দেশ ফ্রান্সে গিয়ে তার পরিবারের সঙ্গে বসে রাতের খাবারও খেয়েছেন বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ। উয়েফার নীতি ভঙ্গ করে খেলোয়াড়কে সরাসরি ক্লাব ছাড়ার উসকানি দেওয়ায় বার্সেলোনার বিরুদ্ধে ফিফার কাছে নালিশও করে অ্যাতলেতিকো।

অবস্থা বেগতিক দেখে গ্রিজমানের বিষয়ে ‘চুপ থাকার’ নীতি অবলম্বন করে বার্সা। এর মধ্যে কুতিনহোর সঙ্গে চুক্তিও করে ফেলেছে। গ্রিজমানের বিষয়টি তাই মাথা থেকে ঝেড়েই ফেলতে পারত বার্সা। কিন্তু এল লাগুয়েরো প্রোগ্রাম জানিয়ে দিল, মাথা থেকে ঝেড়ে ফেলা নয়, বার্সা বরং গ্রিজমানের সঙ্গে চুক্তি করার নতুন পরিকল্পনাই আঁটছে।

গ্রিজমাননাকি তাড়না দিচ্ছেন ২৬ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে দ্রুতই চুক্তিটা সেরে ফেলার। মেসির ভয়, এখনই গ্রিজমানকে দলে ভেড়াতে না পারলে পরে পস্তাতে হবে। কারণ, রিয়াল নাকি ফরাসি ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী। যেকোনো মুহূর্তে বার্সায় আশায় ছাই ঢেলে গ্রিজমানকে কিনে ফেলতে পারে রিয়াল!

মেসির মুখে এই সাবধানবাণী শুনে বার্সা কর্তারা নিশ্চয় আরও বেশি তৎপর!

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে