লিগ পর্বের শেষ ম্যাচে দাঁড়াতে পারছে না বাংলাদেশ

0
শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজে টানা তিন জয় পাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে দাঁড়াতে পারছে না। সুরাঙ্গা লাকমলের পেসে ভেঙে পড়েছে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। ৫৭ রানে ৫ উইকেট হারিয়েছে তারা, যার তিনটিই শ্রীলঙ্কার ডানহাতি পেসারের। ক্রিজে আছেন আবুল হাসান ও মুশফিকুর রহিম। ১৭ ওভারে ৫ উইকেটে ৫৯ রান তাদের।
শ্রীলঙ্কা
শুরুটা বাজে হয়েছে বাংলাদেশের। মাত্র ১৬ রানে তিন ব্যাটসম্যানকে হারায় তারা। এনামুল হক বিজয়ের পর সাকিব আল হাসান ও তামিম ইকবাল দ্রুত ফিরতে বাধ্য হন প্যাভিলিয়নে। ১৮ রানের জুটি গড়ার পর মাহমুদউল্লাহও লাকমলের তৃতীয় শিকার। থিসারা পেরেরার বলে বাংলাদেশ হারায় তাদের পঞ্চম উইকেট।

টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। সুরাঙ্গা লাকমল বোল্ড করেন এনামুলকে। এই ডানহাতি ওপেনার ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। লাকমলের তৃতীয় ওভারে আরও দুটি উইকেট যায় বাংলাদেশের। দানুশকা গুনাথিলাকার থ্রোয়ে রান আউট হন সাকিব। দলীয় ১৫ রানে তিনি ফেরেন মাত্র ৮ রান করে। এক বল বিরতি দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে তামিমের অসাধারণ ক্যাচ ধরেন গুনাথিলাকা। গত তিন ম্যাচের হাফসেঞ্চুরিয়ান এবার ফেরেন মাত্র ৫ রানে।

মাহমুদউল্লাহ ও মুশফিকের জুটিও বড় হয়নি। ২০ বলে ৭ রান করে লাকমলের বলে ফাইন লেগে দুষ্মন্ত চামিরাকে ক্যাচ দেন মাহমুদউল্লাহ। মাত্র ২৩ রানের জুটি গড়ে সাব্বির রহমান ১০ রানে আউট থিসারার বলে। সিরিজে এর আগে জিম্বাবুয়েকে দুইবার ও শ্রীলঙ্কাকে একবার হারিয়েছে বাংলাদেশ। একমাত্র তারাই এখন পর্যন্ত অজেয়। আগামী ২৭ জানুয়ারি ফাইনালে খেলার আগেও লিগের শেষ ম্যাচ জিততে চায় মাশরাফি মুর্তজারা।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন আবুল হাসান রাজু। প্রায় তিন বছর পর ওয়ানডে খেলার সুযোগ পেলেন এ পেসার। সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে একাদশে ছিলেন তিনি। ইনজুরিতে শ্রীলঙ্কা দলে নেই কুশল পেরেরা ও নুয়ান প্রদীপ। সিরিজে আগের দেখায় প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ৩২০ রান করেছিল। এরপর তারা লঙ্কানদের গুটিয়ে দেয় ১৫৭ রানে। ওই ১৬৩ রানের জয়ে দুই ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।

ফাইনালে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে শ্রীলঙ্কাকে। অবশ্য হারলেও সম্ভাবনা আছে, সেক্ষেত্রে হারের ব্যবধানটা হতে হবে অল্প।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসির হোসেন, সাব্বির রহমান ও আবুল হাসান।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকবেলা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, আকিলা ধনঞ্জয়া ও দুষ্মন্ত চামিরা।