পূর্ণ চন্দ্র গ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প ৩১শে জানুয়ারী ২০১৮
আগামী ৩১শে জানুয়ারী ২০১৮ বুধবার বাংলাদেশের আকাশ থেকে পূর্ণ চন্দ্র গ্রহণ দেখা যাবে।
চন্দ্র গ্রহণ কেন হয়
চাঁদ সূর্য ও পৃথিবীর আবতর্নের ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এই ঘটনার সৃষ্টি হয়। এটি কোন দৈব বা অতি প্রাকৃতিক ঘটনা নয়। প্রতি বছর ই দুটি সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণ হয় । তবে পৃথিবীর ঘুর্ণাবর্তের কারণে এবং খারাপ আবহাওয়ার কারণে এটি সব সময়, সব জায়গা থেকে দেখা যায় না।
এই ঘটনাটির গুরুত্ব
এই বারের চন্দ্র গ্রহণ বিজ্ঞানীদের কাছে গুরুত্ব পূর্ণ কারণ – ঐ দিন একই সাথে ব্লু মুন, সুপার মুন, পূর্ণ চন্দ্র গ্রহণ, ব্লাড মুন এবং মাঘি পূর্ণিমা। এমন ঘটনা একই সাথে প্রকৃতিতে ঘটা খুবিই বিরল । প্রতি ১৫০ বছরে এমন একটি প্রাকৃকিত ঘটনা ঘটতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন।
পূর্ণ চন্দ্র গ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্প
আজাদ টেকনোলজির উদ্যোগে উত্তরা দিয়া বাড়ি তে অবস্থিত ফেন্টাসি আইলেন্ড পার্ক থেকে টেলিস্কোপের সাহায্যে চন্দ্র গ্রহণ পর্যবেক্ষণ কেম্পের আয়োজন করা হয়েছে(আকাশে মেঘ না থাকা সাপেক্ষে)।
সময়
৩১শে জানুয়ারী ২০১৮ বুধবার
গ্রহণ শুরু হবে সন্ধ্যা ৫ মি. ৩৬ সে. ।
পূর্ণ গ্রাস সংগঠিত হবে ৭ মি. ২৯ সে.।
পূর্ণ গ্রহণের স্থাইত্ব কাল ১মি. ৩২ সে.।
গ্রহণ ছেড়ে যাবে ১০ মি. ০৮ সে. ।
পর্যবেক্ষণের স্থান
ফেন্টাসি আইলেন্ড , দিয়া বাড়ি, উত্তরা, ঢাকা।
সহযোগী
এই ক্যাম্প পরিচালনায় সহযোগী হিসেবে আরো থাকছে ইকো টুরিজম এন্ড নেচার স্টাডিজ এবং ফেন্টাসি আইলেন্ড পার্ক কতৃপক্ষ।
পর্যবেক্ষণ কেম্পটি টেলিস্কোপ দিয়ে চন্দ্র গ্রহল দেখতে আগ্রহী সবার জন্য উন্মুক্ত
বি:দ্র: সন্ধ্যা ৫:৩০ থেকে চন্দ্র গ্রহণ দেখতে আসা, সবার জন্য পার্টির গেইট উন্মুক্ত থাকবে। নান্দনিক পরিবেশে চন্দ্র গ্রহণ টি উপভোগ করার জন্য আপনারা সবাই আমন্ত্রিত।
ফোন :
আজাদ টেকনোলজি- 0167-0126534
ফেন্টাসি আইলেন্ড পার্ক- 01841-242705
ইকো টুরিজম এন্ড নেচার স্টাডিজ- 0160-050653