একুশে বইমেলা ২০১৮; মনোযোগ আকর্ষণ করতে পারেন যেসব তরুণ লেখক: পর্ব ১

0
দ্বৈতসত্ত্বা

তাঁর পুরো নাম – ডা: আসিফ উর রহমান সৈকত । লেখক নাম – আসিফ শুভ্র। জন্মস্হান – চট্টগ্রাম। পেশায় বিশেষজ্ঞ চিকিৎসক , আইসিইউ এবং ক্রিটিক্যাল কেয়ার বিভাগ – এ্যাপোলো হাসপাতাল, ঢাকা। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক , ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্নাতকোত্তর ডিগ্রী গ্রহণ করেছেন। বর্তমানে যুক্তরাজ্যের Royal College of Emergency Medicine এ FRCEM অধ্যয়নরত।
দ্বৈতসত্ত্বা
অমর একুশে বইমেলা ২০১৮ তে আসছে জনপ্রিয় এই তরুণ লেখকের চতুর্থ বই ‘ দ্বৈতসত্ত্বা ‘। ‘ দ্বৈতসত্ত্বা ‘ মূলত লেখকের নির্বাচিত ছোটোগল্পের সংকলন। লেখকের বত্রিশটি নির্বাচিত ছোটোগল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। পরিবেশক – পরিবার পাবলিকেশন্স, স্টল নং ১৫৯ , সোহরাওয়ার্দী উদ্যান।
দ্বৈত সত্তা
আসিফ শুভ্রের লেখনী ক্ষুরধার। সমাজের বিভিন্ন বৈষম্য তিনি ফুটিয়ে তুলতে কার্পণ্য করেন না। নাগরিক দীর্ঘশ্বাস , প্রণয় , সাইকোপ্যাথ কিংবা সায়েন্সফিকশান – সাহিত্যিক হিসেবে তাঁর সফল বিচরণ সর্বত্রই। খুব অল্প সময়েই এই তরুণ লেখক তৈরি করেছেন – নিজ্স্ব পাঠক বলয়।

আসিফ শুভ্রের প্রথম সংকলন ‘ দ্বৈত স্বর ‘ – প্রকাশকাল অমর একুশে বইমেলা ২০১৭ পেয়েছিলো ঈর্ষনীয় পাঠক গ্রহনযোগ্যতা। এছাড়া কবিতা সংকলন – ‘ বাউণ্ডুলে কবি আর তার খাতা ‘ প্রথম ও দ্বিতীয় খন্ড প্রকাশ পায় যথাক্রমে ২০১৬ ও ২০১৭ তে। উচ্চাঙ্গ সংগীতে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন দশম শ্রেণীতে অধ্যয়ণ কালে ।ব্যক্তিগত জীবনে আসিফ শুভ্র দুই সন্তানের জনক। সহধর্মিনী ডা: রিফাত আরা লিজা। অবসরে ভালোবাসেন ফটোগ্রাফী, সংগীত চর্চা এবং কবিতা লিখতে।

নিউজ ইনসাইডের পক্ষ থেকে তরুণ, জনপ্রিয় এই লেখকের প্রতি রইলো শুভকামনা ।