আবারো বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া

0
স্থায়ী কমিটির বৈঠক
ফাইল ছবি

আজ রোববার রাত সাড়ে আটটার দিকে ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বৈঠকে দলের ভবিষ্যৎ কর্মপন্থা, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, মামলা প্রভৃতি ইস্যু নিয়ে আলোচনা হবে।

স্থায়ী কমিটির বৈঠক
ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ছয়টি শর্ত দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নির্বাচনে অংশ নিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর দেওয়া শর্তগুলো হলো:
• ভোট হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে।
• জনগণকে ভোটকেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি করতে হবে।
• ভোটের আগে সংসদ ভেঙে দিতে হবে।
• নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।
• ভোটের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে, সেনাবাহিনী মোবাইল ফোর্স হিসেবে কাজ করবে।
• যন্ত্রে ভোটের জন্য ইভিএম/ডিভিএম ব্যবহার করা যাবে না।

গতকাল দুপুরে জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভায় খালেদা জিয়া একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে কয়েকটি শর্ত তুলে ধরেন।