নবজাতকের সদ্য যত্ন

0

অনেক আকাঙ্ক্ষিত উপহার একটি সন্তান। বাসায় কিংবা হসপিটালে যেখানেই হউক তার জন্মের সাথে সাথেই যত্নের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন। জেনে নিন কিভাবে যত্ন নিবেন নবজাতকের।
নবজাতক

১. পরিস্কার কাপড় দিয়ে ধরে কোলে তুলে নিন।
২.বুকের সাথে লাগিয়ে উষ্ণভাবে রাখুন।
৩.মাথা আর পায়ের অংশ ঢেকে কাপড় পেচিয়ে নিন।
৪.আস্তে আস্তে গা মুছুন।
৫.মুখে নাকে লালচে মল লেগে থাকলে আলতো করে মুছে দিন।
৬.নাকে ছিদ্র আর কানের ছিদ্রের পাশে মুছুন।
৭.দ্রুত মায়ের বুকে দেয়ার চেষ্টা করুন।
৮.সালদুধ খাওয়ার ব্যবস্থা করুন।

★★ যা করবেন না
১. নাকে মুখে ফু দিবেন না।
২. তেল লোশন মালিশ করবেন না।
৩. মধু/পানি মুখে দিবেন না।
৪. পা ধরে মাথা নিচু করে ঝুলাবেন না।
৫.পিঠে থাপ্পড় দিবেন না।
৬.আলো বাতাস বন্ধ করবেন না, জানালা খোলা রাখুন।
৭. কেনা কৌটার দুধ দিবেন না।
৮. ধরার আগে স্যাভলন/ডিটল দিয়ে হাত না ধুয়ে নিবেন না।
৯.কানে মুখে বাতাস দিবেন না।

সুস্থ যত্ন বেরে উঠুন আপনার আদরের সোনামণি 😍

লেখা: কুহু পরী

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে