আজ বিকালে হাতে পাওয়া যাবে খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড (নকল) কপি

0
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফাইড (নকল) কপি আজ রবিবার বিকালে হাতে পাওয়া যাবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
খালেদা জিয়া
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এই তথ্য জানান। তিনি বলেন, ‘রবিবার (১৮ ফেব্রুয়ারি) আমরা রায়ের সার্টিফাইড কপি পাওয়ার জন্য আদালতে শুনানি করেছি। আদালত আমাদেরকে বলেছেন আজকে বিকালে সার্টিফাইড কপি দেবে।’

সানাউল্লাহ বলেন, ‘আজকের মধ্যে রায়ের সার্টিফাইড কপি হাতে পেলে আমরা আগামীকাল উচ্চ আদালত আপিলের আবেদনসহ জামিনের আবেদন করতে পারবো।’

গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি সার্টিফাইড কপি পাওয়ার কথা থাকলেও রায়ের কপি ৬৩২ পৃষ্ঠা হওয়ায় আদালত সরবরাহ করতে পারেনি।

এর আগে সোমবার (১২ফেব্রুয়ারি) রায়ের কপি পেতে খালেদার আইনজীবী সানাইলউল্লাহ মিয়া ৩ হাজার ফলিও জমা দেন ঢাকার বিশেষ জজ ৫ আখতারুজ্জামানের আদালতে।